এক্সপ্লোর
Dengue Update: 'ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত অবস্থায়' বাঙুর ভর্তি করা হয়েছিল বাঁশদ্রোণীর প্রিয়াকে !
আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, দঃ কলকাতায় ফের মৃত্যু । ডেঙ্গি আক্রান্ত হয়ে বাঁশদ্রোণীর বাসিন্দা প্রিয়া রায়ের মৃত্যু । এম আর বাঙুর হাসপাতালে বাঁশদ্রোণীর খানপুরের বাসিন্দার মৃত্যু। 'গতকাল রাতে ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়া'।
'ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল'। কাজ করা বন্ধ করে দিয়েছিল একাধিক অঙ্গপ্রত্যঙ্গ: হাসপাতাল সূত্র । ডেঙ্গিতে এখনও পর্যন্ত আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু । এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে ।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















