Kolkata News: পর্ণশ্রীতে NGO-র বিরুদ্ধে বিক্ষোভ, পুরসভাকে নিশানা খোদ শাসক কাউন্সিলরের
ABP Ananda LIVE: পর্ণশ্রীতে NGO-র বিরুদ্ধে বিক্ষোভ, পুরসভাকে নিশানা খোদ শাসক কাউন্সিলরের। কুকুর-বেড়াল প্রতিপালন কেন্দ্রের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। পর্ণশ্রীতে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ। 'কীভাবে লাইসেন্স পেল স্বেচ্ছাসেবী সংস্থা?' পুরসভার ভূমিকায় প্রশ্ন ১৩২নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রর। মাস দুয়েক ধরে পর্ণশ্রীতে দোতলা বাড়ি ভাড়া নিয়ে চলছিল ডগ হাব, দাবি স্থানীয়দের। দুর্গন্ধ পেয়ে গতকাল জোর করে বাড়িতে ঢোকেন স্থানীয়রা। 'দেখা যায় বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কুকুর, বেড়ালের দেহ। বাকি প্রাণীদেরও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে, অভিযোগে পর্ণশ্রী থানায় অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তদের আটক করেও কেন ছেড়ে দিল পুলিশ? প্রশ্ন স্থানীয়দের। বৈধ ছাড়পত্র রয়েছে NGO-র, সে জন্যই কর্মীদের ছেড়ে দেওয়া হয়, দাবি পুলিশের।
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ!
আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি, উদ্ধার যুবকের মৃতদেহ! আনন্দপুরের খাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ২টি ঘটনায় যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী, আনন্দপুরের খালে তল্লাশি
স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও বছর তেইশের তরুণীর সন্ধান এখনও মেলেনি। আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটার চালানো শিখছিলেন তরুণী, খবর সূত্রের। ওই তরুণী সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই এক যুবক, খবর সূত্রের। সঙ্গীর সঙ্গে হঠাৎ বচসা, তারপরেই মারধরের অভিযোগ স্থানীয়দের। তরুণীকে মারধর করে খালে ফেলে দিয়েছে ওই যুবক, দাবি স্থানীয়দের।


















