এক্সপ্লোর
TMC : নাড্ডার পাল্টা সভা, তার আগে পূর্বস্থলীতে গঙ্গাজল দিয়ে মাঠ শোধন তৃণমূলের
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে জে পি নাড্ডার পাল্টা সভা করছে তৃণমূল। তার আগে গঙ্গাজল দিয়ে মাঠ শোধন করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। রবিবার এই মাঠেই নির্বাচনী সভা করেন জে পি নাড্ডা। ২ দিনের মাথায়, আজ ওই মাঠেই পাল্টা সভা করছে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতি পূর্বস্থলীর যে কালীমন্দিরে পুজো দিয়েছিলেন, সেখানেও গঙ্গাজল দিয়ে শোধন করলেন তৃণমূল বিধায়ক। দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আগে শোধন করুক তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















