Purulia News: মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী!
ABP Ananda LIVE: মৃত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী! সোমবার পুরুলিয়ার বরাভূম স্টেশনে শিউরে ওঠা ছবি। মৃত্যুর দীর্ঘক্ষণ পরও কেউ এগিয়ে আসেননি, অভিযোগ স্থানীয়দের। নিজেই স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে থাকেন মহিলার স্বামী। প্ল্যাটফর্মে স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ঘুরতে দেখে হস্তক্ষেপ রেলপুলিশের। সোমবার শান্তা কর্মকার নামে ওই মহিলার মৃত্যু হয়, জানান স্বামী। পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তাঁরা । ট্রেনে প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন, নামেন বরাভূম স্টেশনে। অসুস্থ হয়ে বরাভূম স্টেশনেই মৃত্যু হয় স্ত্রীর, দাবি স্বামীর। কেউ এগিয়ে না আসায় নিজেই দেহ কাঁধে তুলে নেন। পরে দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে রেলপুলিশ। কেন আগে হস্তক্ষেপ করল না, রেলপুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের।
তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব
তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মনের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ নব নির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে। হামলার অভিযোগ নব নির্বাচিত ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি নব নির্বাচিত ব্লক সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের।


















