Rabindrabharati University: জোড়াসাঁকো ক্যাম্পাসে TMCP-র বিক্ষোভ অব্যাহত। পুলিশি পাহারায় ঢুকলেন উপাচার্য
ABP Ananda LIVE: জোড়াসাঁকো ক্যাম্পাসে TMCP-র বিক্ষোভ অব্যাহত। পুলিশি পাহারায় ঢুকলেন উপাচার্য। বললেন, গোটা ঘটনা জানিয়েছি রাজ্যপালকে। আজই রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের।
ফের হাওড়ায় আবর্জনা ফেলা নিয়ে বিক্ষোভ। বেলগাছিয়ার বদলে জগাছার আরুপাড়ায় অস্থায়ী ভাগাড় তৈরির সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। আজ সকালে হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে ডাম্পারে করে আবর্জনা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা। ময়লার গাড়ি আটকে চলে বিক্ষোভ।
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা। সাতসকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়াল। তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের মা এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির দরজা খুলে সিঁড়ির ওপরে রাখা মিষ্টির বাক্স দেখতে পান। বাক্সের মধ্যে ২টি তাজা বোমা রাখা ছিল। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূল প্রধানের বাড়িতে মিষ্টির বাক্সে করে কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা।



















