Raiganj Update: রায়গঞ্জ মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের, বন্ধ আউটডোর। ABP Ananda Live
ABP AnandaLive: পেটের ব্যথায় কাতরাচ্ছে দেড় বছরের শিশু। তার চিকিৎসায় মন না দিয়ে মোবাইল ফোনে ক্রিকেটে মগ্ন চিকিৎসকরা।এমনই অভিযোগ ঘিরে তুলকালাম বাধল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর বন্ধ করে আন্দোলনের জেরে শুরু হয়েছে রোগী-হয়রানি। জুনিয়র ডাক্তারদের উপর হামলা, বিক্ষোভে অচলাবস্থা রায়গঞ্জ মেডিক্যালে। বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামল বুলডোজার। রামপুরহাট, বোলপুরের পর মালদায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। বউবাজারের ছাত্রাবাসে নারকীয় ঘটনা। গণপিটুনির পিছনে অপরাধী মানসিকতার স্পষ্ট ছবি। মোবাইল চোর সন্দেহে যুবককে এক দল ছাত্রের 'গণপিটুনি'। অন্য দল ছাত্রাবাসের সামনের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিটে তৎপর! ওই ক্যামেরায় ধরা পড়েছিল যুবক ইরশাদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি। দোকানের সহকর্মীদের জন্য কফি আনতে বাইরে বেরিয়েছিল হতভাগ্য ইরশাদ, খবর সূত্রের। এই ঘটনায় ধৃত অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। বউবাজারের ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।