Ramnavami: বজরঙ্গ দলের ছেলেদের সবজায়গায় ব্যবস্থা রেখেছি : বিশ্ব হিন্দু পরিষদ
ABP Anabda LIVE : 'বজরঙ্গ দলের ছেলেদের সবজায়গায় ব্যবস্থা রেখেছি', বললেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক। আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। রামনবমীর আগে জেলায় জেলায় মিছিল-কর্মসূচিতে বিজেপি। রানাঘাটে রামের মূর্তির উন্মোচনে শুভেন্দু। বেলদায় শোভাযাত্রায় দিলীপ। মিছিলের মধ্যেই কাল নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন শুভেন্দু। হিন্দুদের এককাট্টা হয়ে পথে নামার ডাক।
আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
শনিবার হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র। অন্যদিকে বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে শুভেনদু অধিকারীর যোগ দেওয়ার আগেই পড়ল গো ব্যাক পোস্টার। যার পর তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে তৃণমূল।


















