Ramnavami: রামনবমী ঘিরে চড়ছে বঙ্গ-রাজনীতির পারদ। পুলিশে পুলিশে ছয়লাপ। হাওড়ার সাঁকরাইলে মিছিল
ABP Ananda LIVE : আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। রামনবমীর আগে জেলায় জেলায় মিছিল-কর্মসূচিতে বিজেপি। রানাঘাটে রামের মূর্তির উন্মোচনে শুভেন্দু। বেলদায় শোভাযাত্রায় দিলীপ। মিছিলের মধ্যেই কাল নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন শুভেন্দু। হিন্দুদের এককাট্টা হয়ে পথে নামার ডাক।রামনবমীর মিছিল ঘিরে পাল্টা পাল্টা আসরে তৃণমূলও।
West Bengal Ram Navami : পুলিশে ছয়লাপ হাওড়া, একটু পরেই রামনবমীর মিছিল, থাকতে পারেন সুকান্ত
রামনবমী উপলক্ষে সকাল থেকেই হাওড়ায় সাজো সাজো । কাজিপাড়া থেকে সকালে বেরোবে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি।
সকাল সাড়ে ৮টা নাগাদ র্যালি শুরু হবে। র্যালিতে থাকতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড, শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দান। নিরাপত্তার খাতিরে গোটা এলাকা পুলিশে ছয়লাপ



















