Ratha Yatra 2025: পুরী থেকে মাহেশ, ইসকন থেকে গুপ্তিপাড়া, সর্বত্রই উল্টোরথের উৎসব
ABP Ananda LIVE : আজ উল্টোরথ যাত্রা। গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত ৩টি রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়। আসলে মসী অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী। গুণ্ডিচা আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ। যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুণ্ডিচা নামেই বেশি প্রচলিত। গুণ্ডিচাদেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন।
ফের টেক অফের আগে বিমানে বিপত্তি। উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ। শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার রাতে ব্যাঙ্কক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানের ভিতরে এসি বন্ধ ছিল, অভিযোগ যাত্রীদের। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা।
কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে। পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের। এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ। কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড।


















