(Source: ECI/ABP News/ABP Majha)
Ration Scam:জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর্থিক লেনদেন আনিসুর-আলিফের, এই প্রসঙ্গে কী বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | ABP Ananda Live
ABP Ananda Live: জ্যোতিপ্রিয় মল্লিকের পর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন আরও ২ জন। দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা রাইস মিলের মালিক আলিফ নুর। এই দু'জনকে ম্যারাথন জেরা করছেন ইডি- র তদন্তকারী আধিকারিকরা। এই দুই জনের সঙ্গে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনই হদিশ পেয়েছে ইডি। নগদে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ দফায় প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে কেন এই টাকার লেনদেন হয়েছিল? সেই প্রসঙ্গে জেরায় জবাব এড়াচ্ছেন আনিসুর এবং আলিফ, এমনই খবর ইডি সূত্রে। অন্যদিকে ইডি সূত্রে খবর, প্রায় দেড় কোটি টাকার লেনদিন জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের সঙ্গে হয়েছিল আনিসুর ও আলিফের। আবার বাকিবুরের তরফে প্রায় ৯০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এইসব টাকার সঙ্গে রেশন দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা সেই প্রসঙ্গেই আনিসুর এবং আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডি। এই প্রসঙ্গে কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার?