Ration Scam: ২৪ ঘণ্টার বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে তল্লাশি
ABP Ananda Live : বালু-বাকিবুরের গ্রেফতারির পর ইডির ম্যারাথন তল্লাশি। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে তল্লাশি। গতকাল সকাল ৮ থেকে আজ সকাল ৮ পর্যন্ত এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়ার অফিসে তল্লাশি। রেশনের আটা এনে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি হত, ইডি সূত্রে দাবি। কলকাতা-সহ ৪ জেলার ১৬ জায়গায় ইডির অভিযান। এজেসি বোস রোড: অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটার প্যাকেজিং সংস্থায় তল্লাশি। হাওড়া: উলুবেড়িয়া ও ডোমজুড়ে অঙ্কিত ইন্ডিয়ার চাল ও আটাকলে তল্লাশি। বনগাঁ: বাকিবুর-যোগে সাহা ব্রাদার্সের চাল ও আটাকলে ১৯ ঘণ্টা তল্লাশি । বনগাঁ: হোটেলে হানার সঙ্গে ৩ মালিকের বনগাঁর কালুপুর চালকলেও এজেন্সির অভিযান। সল্টলেক: বনগাঁর আটা কলের মালিক মন্টু, কালীদাস, মনোতোষ সাহার হোটেলে হানা। রহড়া: জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক প্রাক্তন পিএ তাপস বিশ্বাসের বাড়িতে ইডি । নদিয়া: রানাঘাট-সহ ৬ জায়গায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি ইডির


















