Ratri Sathi : নারী সুরক্ষায় 'রাত্রি সাথী' প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে স্টেটাস রিপোর্ট চাইল স্বাস্থ্য শিক্ষা দফতর
ABP Ananda LIVE :আজ জি কর-কাণ্ডের আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করে স্বাস্থ্য দফতর। একবছর পরে প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে জানতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও অধিকর্তাদের কাছ থেকে স্টেটাস রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা দফতরের বিশেষ সচিব।
আরও খবর...
'NDA সরকার দুর্নীতির বিরুদ্ধে এমন আইন আনছে, যার আওতায় আসবেন প্রধানমন্ত্রীও'
ভোটমুখী বিহারের মাটিতে দাঁড়িয়ে RJD-কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। RJD তাদের শাসনকালে বিহারকে অন্ধকার, আইন-শৃঙ্খলাহীনতা ও পিছিয়েপডা সময়ে ঠেলে দিয়ে রাজ্যকে 'লণ্ঠনের যুগ' পৌঁছে দিয়েছিল বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে অপরাধের ব্যাকগ্রাউন্ড থাকা নেতাদের ভোটে লড়াই করা থেকে রুখতে প্রস্তাবিত বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, "জেল থেকে কেউ নির্দেশ দিতে পারবেন না।"
প্রধানমন্ত্রীর কথায়, "যদি কোনও সরকারি চাকুরিজীবী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাহলে তিনি নিয়মমতো তাঁর চাকরি হারান। চালক হোক, ক্লার্ক বা পিওন। কিন্তু, একজন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীও জেলে থেকেও সরকারে থাকার সুবিধা ভোগ করেন...কিছু সময় আগে আমরা দেখেছি কীভাবে জেল থেকে ফাইল সই করা হয়েছে এবং কীভাবে জেল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি নেতাদের এ ধরনের প্রবণতা থাকে, তাহলে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব...এনডিএ সরকার দুর্নীতির বিরুদ্ধে আইন আনছে, যার আওতায় আসবেন প্রধানমন্ত্রীও।"


















