SSC Case: ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় ফের ধাক্কা,খারিজ হয়ে গেল রিভিউ পিটিশনের আর্জিও
ABP Ananda Live: ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় ফের ধাক্কা। এবার খারিজ হয়ে গেল রিভিউ পিটিশনের আর্জিও। দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপস করা হয়েছিল। তাই পবিত্রতা বজায় রাখতে, পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে। মঙ্গলবার রিভিউ পিটিশনের আর্জি খারিজের নির্দেশনামায় এমনটাই উল্লেখ করল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে SSC-র তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় লিখেছে, আসল OMR বা অন্তত OMR-এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্য়র্থ। এই অবস্থায় SSC এবং রাজ্য সরকারকেই দায়ী করছেন চাকরিহারাদের অধিকাংশ। OMR শিট নেই, তার মিরর ইমেজও নেই। এই অবস্থায় এই রিভিউ পিটিশন খারিজ হওয়ারই ছিল, বলছেন SSC-এর প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।
মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, বাঁকুড়ার স্কুলে তুলকালাম
বাস্তবে যত পড়ুয়া মিড ডে মিল খায়, তার চেয়ে সংখ্যা অনেক বেশি দেখিয়ে মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ। তা নিয়ে তুলকালাম বাধল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে মিড ডে মিল খাতে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। যদিও টাকা তছরুপের অভিযোগ মানতে চাননি তিনি।
মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বেনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাবক অভিজিৎ মাজি বলেন, "এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। তখন উনি যে হিসাব আমাদের দেখিয়েছিলেন, তাতে ২ লক্ষ ৪০ হাজার টাকার মতো দুর্নীতির হিসেব পেয়েছি।'' আরেক বিক্ষোভকারী অভিভাবক প্রশান্ত লায়েক বলেন, "স্কুলে মিড ডে মিল খাওয়া সটুডেন্ট হচ্ছে ৩০০। সরকারকে হাজিরা দেখিয়েছেন ২৮০-২৯০, ২৫০। কিনতু আসলে খাচ্ছে ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিয়েছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন।''



















