Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে, আদালতে CBI
Partha Chatterjee: 'নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ, বাড়ির নীচে একটি অফিস বানিয়েছিলেন, সেখান থেকেই পাঠানো হত তালিকা', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'সুবীরেশকে বাড়িতে ডেকেই তালিকা দিতেন পার্থ, এই মামলার ধৃত প্রসন্ন ও প্রদীপ সিংহরা বারবার পার্থর বাড়ি যেত, পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশকে পছন্দসই পদে বসানো হয়েছিল', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির পরিকল্পনা, নথি বিকৃতি, নিয়োগ, টাকা আদায়ে যুক্ত', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'আইন ছিল, কিন্তু তা মানা হয়নি, দুটি চার্জশিটে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে'। 'পরিকল্পিত ষড়যন্ত্র, সমস্ত প্রমাণ আছে, জামিন দিলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'পার্থর নাকতলার বাড়ি হাই সিকিউরিটি জোন, রেজিস্টারে নাম লিখে ঢুকতে হয়, কোথায় নাম, কোথায় রেজিস্টার ?', পাল্টা সওয়াল পার্থর আইনজীবীর
'এক বছরে সিবিআই ১১ থেকে ১২ জনের নাম সামনে এনেছে, তাহলে কি সিবিআই বলতে চায় এই ১১-১২ জন দুর্নীতিতে সামিল', আদালতে সওয়াল পার্থর আইনজীবীর। 'মে মাসের শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ, সুবীরেশের নিয়োগ আগে হয়েছে, নিয়োগে পার্থর কোনও হাত ছিল না', আদালতে সওয়াল পার্থর আইনজীবীর।