Recruitment Scam, Supreme Court: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি!
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। মামলার সংক্ষিপ্তসার তৈরির জন্য চার আইনজীবীকে দিয়ে নোডাল টিম গড়ার পাশাপাশি সব পক্ষের হলফনামা জমা না পড়ায়, আরও ২ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রাখে সর্বোচ্চ আদালত। SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন সর্বোচ্চ আদালতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, SSC যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে এখনও তালিকা জমা দেয়নি, পাল্টা হলফনামাও জমা করেনি। বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেন, SSC প্রতিবার অবস্থান বদল করেছে। চাকরি-বাতিল মামলার পরবর্তী শুনানি ৬ অগাস্ট।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)