Remal Cyclone: রেমালের বলি আরও ২, ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের | ABP Ananda LIVE
ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায় দুর্ঘটনা।
রেমালের জের। হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি গ্রামে ডাসা নদীর বাঁধের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। সকাল থেকে বাঁধ মেরামতির কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, আয়লা থেকে আমফান, বারবার ক্ষতিগ্রস্ত হয় দুর্বল নদী বাঁধ। বারবার স্থায়ী বাঁধ তৈরির আবেদন জানিয়েও কাজ হয়নি।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ। ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। লেবুখালিতে উপড়ে পড়েছে একাধিক গাছ। লেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লেবুখালি থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল পরিষেবা শুরু হয়েছে।