RG Kar Case : 'CBI এমনভাবে চাপ দিচ্ছে যাতে কেউ মুখ না খোলে', বিস্ফোরক তিলোত্তমার পরিবার
ABP Ananda LIVE: আর জি কর-তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ অভয়ার পরিবারের । CBI-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের । 'টাকা নিয়ে তদন্ত ধামাচাপার চেষ্টা CBI-এর' । 'CBI কোনও কাজ করছে না' । 'CBI এমনভাবে চাপ দিচ্ছে যাতে কেউ মুখ না খোলে' । কোর্টে পেশ করা CBI রিপোর্টে প্রচুর গরমিল, অভিযোগ অভয়ার পরিবারের । রাজ্য সরকারের ভূমিকাতেও প্রশ্ন অভয়ার পরিবারের । 'সাহায্যের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে' । স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলতে বলা হয়, একটি ফোন নম্বরও দেন' । বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি, দাবি অভয়ার পরিবারের
কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন
কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন। IC-কে কদর্যভাষায় হুমকি, অনুব্রত নিয়ে পথে নামছে বিজেপি। ৯ জুন: শুভেন্দুর নেতৃত্বে বোলপুর থেকে 'নারী সম্মান' যাত্রার ডাক। ১৬ জুন: নদিয়ার কালীগঞ্জেও শুভেন্দুর নেতৃত্বে 'নারী সম্মান যাত্রা'। রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি নারী সম্মান যাত্রার প্রস্তুতি বিজেপির


















