RG Kar Case: বাড়ি, নার্সিংহোমে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির
বাড়ি, নার্সিংহোমে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের চিকিৎসক-বিধায়কের। ২ দিন আগেই সুদীপ্তর নার্সিংহোম, বাড়ি, বাংলোয় তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করা ফোনের লক খোলার জন্য তলব, জানিয়েছেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়।
এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ১৩ দিনেও শোকজের জবাব না আসায় সিদ্ধান্ত। মেডিক্যাল কাউন্সিলের ধারা উল্লেখ করে রেজিস্ট্রেশন বাতিলের নোটিস। সন্দীপ ঘোষের নিউটাউন ও বেলেঘাটার বাড়িতে পাঠানো হল নোটিস। গতকালই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। চিকিৎসক কৌশিক বিশ্বাস বলেন, 'ওঁর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এই মর্মে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল নেওয়া হয়ে গিয়েছে। আজকে ওঁর কাছে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার চিঠিও চলে গিয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী যে গেজেট নোটিফিকেশন করা হয়। তার জন্য চলেও গিয়েছে। জুনিয়র ডাক্তারদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল, যেই দাবির সঙ্গে আমরা একশো ভাগ সহমত। সেই দাবি অনুযায়ী আমরা কাজ করেছি। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আমরা বাতিল করেছি। আমাদের আইন অনুযায়ী ইনফেমাস কনডাক্টের যে ধারা রয়েছে, সেই ধারা বলেই ওঁর রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।'