RG Kar News: RG কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মানব বন্ধন কর্মসূচি, রাস্তায় আঁকা হয়েছে গ্রাফিতি
ABP Ananda LIVE: RG কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মানব বন্ধন কর্মসূচি, রাস্তায় আঁকা হয়েছে গ্রাফিতি।আর জি কর-কাণ্ডে কাল ফের শুনানি সুপ্রিম কোর্টে, বিচারের দাবিতে গর্জন। চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে মশাল হাতে রাজপথে জুনিয়র ডাক্তাররা। কলকাতা থেকে জেলা, পাড়ায় পাড়ায় প্রতিবাদ । রাজপথ থেকে অলিগলি, বিচারের দাবিতে দিকে দিকে মিছিল।
ডাক্তার-নার্স মার খাওয়ার পর সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর। কনস্টেবলের সংখ্যা বেড়ে হল ১২, এদের মধ্যে চারজন মহিলা কনস্টেবল। নিয়োগ করা হল আরও চারজন পুলিশ অফিসার। অর্থাৎ ১৬ থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হল ২৮। পুলিশ অফিসার চার থেকে বেড়ে হল ৮। এদের সঙ্গে ৮ জন সিভিক ভলান্টিয়ার মিলে সাগর দত্ত মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন করা হল ৪৪ জনকে।
শুক্রবার সন্ধেয় রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফিমেল মেডিসিন ওয়ার্ডে তাণ্ডব, মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসকের বৈঠকের পরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়।