Kolkata News: বিচারের দাবিতে পুজোর মণ্ডপে শিরদাঁড়ার ইনস্টলেশন। সকালে ইনস্টলেশন, বিকেলে ঢাকল ত্রিপলে
ABP Ananda LIVE: বিচারের দাবিতে পুজোর মণ্ডপে শিরদাঁড়ার ইনস্টলেশন। সকালে ইনস্টলেশন, বিকেলে ঢাকল ত্রিপলে । 'শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের তলব'। পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি। পুলিশ আসার পরেই তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ঢাকল ত্রিপলে । কেন উদ্যোক্তাদের তলব? এখনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে শুরু আর জি কর-মামলার শুনানি। কী হয় শুনানিতে? তারপরেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি' অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইন পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। '৭জনের বিরুদ্ধে তদন্তে সিবিআই, তারা এখনও কাজে কর্মরত?' 'আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই স্ক্যানারে, তারা এখনও ক্ষমতায়'। তারা ক্রাইম সিনেও ছিলেন, অবিলম্বে সাসপেন্ড করা উচিত: করুণা নন্দী। এটা কোনও সাধারণ খুনের ঘটনা নয়: ইন্দিরা জয়সিংহ। 'চিকিৎসকদের আস্থা অর্জনে ৭জনকে সাসপেন্ড করা উচিত'। 'সাসপেন্ড না করা হলে ৭জনকে ছুটিতে পাঠানো হোক'। 'এখনও তারা ক্ষমতাসীন থাকলে কী করে কাজে ফিরবেন ডাক্তাররা?' আর জি কর-কাণ্ডে প্রশ্ন চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহের। ৫জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, দাবি রাজ্য সরকারের আইনজীবীর। রিপোর্টে আমরা এই ইঙ্গিতও দিয়েছি: সলিসিটর জেনারেল । আর্থিক দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে কারা? নাম জানতে চাইলেন প্রধান বিচারপতি। 'আমরা এখন শুধু ধর্ষণ-খুন, আর্থিক দুর্নীতির ব্যাপারে নজর রাখছি''। 'কিন্তু তদন্তের ব্যাপ্তি খতিয়ে দেখার প্রয়োজন হলে, দেখা হবে'। এটা একটি বড় চক্রের অংশ, আইনজীবীর অভিযোগ নিয়ে মন্তব্য আদালতের ।