RG Kar Protest: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি।
নাগরিক সমাজের ডাকে, মহামিছিল, ধর্মতলায় পৌঁছনোর পরই, উদ্যোক্তারা ঘোষণা করেন, ভোর ৪টে অবধি ধর্না অবস্থান করবেন তাঁরা। সেই মতো, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয় ধর্না অবস্থান। অবস্থানে সামিল হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। 'আমরা শেষ দেখেই ছাড়ব', এই দাবি নিয়েই রাত জাগবেন তাঁরা।এও জানান হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলবে, ততক্ষণ জেগে থাকবেন তাঁরা। এদিন কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল শুরু হয়। শেষ হয় ধর্মতলায়। সেখানেই পথে ধর্নায় বসেন তাঁরা। এর আগে এই মিছিলে ছিলেন অপর্ণা সেন, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্যায়রা। অন্যদিকে, এদিন গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছিল। ভবানীপুর থেকে মিছিল নিয়ে বেরোন ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। প্রসঙ্গত, সাধারণ মানুষের পাশাপাশি মিছিলে পা মেলান বহু তারকা। এদিন অভিনেত্রী অপর্ণা সেন বলেন, 'প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়ব? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ। এটা আমরা মানব না। যদি দরকার হয় পথে নামব'।