RG Kar News: আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে আন্দোলন হবে সেখানে আমরা যাব:নির্যাতিতার বাবা
ABP Ananda LIve: 'আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে আন্দোলন হবে সেখানে আমরা যাব। রাস্তায় একমাত্র আমাদের রাস্তা। সিবিআইয়ের দেওয়া উচিত ছিল দেয়নি। তার জন্য আজ প্লেকার্ড বেরিয়েছে। আমরা চেষ্ট করছি আন্দোলন জোরদার করার', বললেন নির্যাতিতার বাবা।
সুপ্রিম কোর্টে আইনজীবী সরে দাঁড়িয়েছেন। পরবর্তী শুনানি সেই মার্চ মাসে। এর মধ্য়ে সিবিআই নব্বই দিনের মধ্য়ে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একের পর এক এই ঘটনাগুলিতে হতাশ তিলোত্তমার মা-বাবা। আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন এবিপি আনন্দকে।