RG Kar Doctor Death Case: নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং আন্দেলনে আমরা সহমত: কুণাল
ABP Ananda LIVE: 'নাগরিক সমাজ যদি কোনও আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনওরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দেলন এতে আমরা সহমত। যে বা যাঁরা কোনও কর্মসূচি নেবেন, দয়া করে এই নূন্যতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা দচ্ছে সুপ্রিম কোর্টে । দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনও কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ পড়ে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে সতর্ক রাখছি', মন্তব্য কুণালের।
৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানে রাত দখলের পর এবার ভোর দখলের ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার, আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক। ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)