RG Kar News: সঞ্জয়ের সাজা ঘোষণা, আমৃত্যু কারাদণ্ডে খুশি নন মুখ্যমন্ত্রী। ABP Ananda live
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এমনটা জানিয়ে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি এই রায়ে সন্তুষ্ট নয়।
আর জি কর- এর এদিনের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আজও সেই দাবি অনড় আছি। কিন্তু আদালতের রায়ের উপর আর কী বলব আমি জানি না। আমার আর আমার দলের বক্তব্য আমরা এর আগে ৩টে মামলায় ফাঁসির নির্দেশ করা হয়েছে। তবে এটা সিরিয়াস কেস ছিল। আমরা ফাঁসির দাবি করে এসেছিলাম। আমরা বলেছিলাম আমাদের হাতে এই কেস থাকলে অনেক আগেই ফাঁসির নির্দেশ হয়ত দিয়ে দেওয়া যেত। ইচ্ছে করে এই কেসটা কেড়ে নেওয়া হল আমাদের হাত থেকে। বাকিটা কী হয়েছে না হয়েছে আমি জানি না। বলেছিলাম আমরা করতে না পারলে সিবিআইকে দিন। এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি নিজে একজন আইনজীবী হিসেবেই এ কথা বলছি। আমি বিস্তারিত নথি দেখিনি। কিন্তু আমি সন্তুষ্ট নই। অন্তত ফাঁসির সাজা দিলে নিজের মনকে শান্ত করতে পারতাম।'


















