RG Kar Incident: সাজা ঘোষণার আগের মুহূর্তেও এজলাসে দাঁড়িয়ে, ফাঁসানোর অভিযোগ তুলল সঞ্জয় রায়
ABP Ananda Live: সাজা ঘোষণার আগের মুহূর্তেও, আজ এজলাসে দাঁড়িয়ে, ফাঁসানোর অভিযোগ তুলল সঞ্জয় রায়। যদিও অনেকেই বলছেন, শিয়ালদা কোর্টের বিচারক তো বারবার সঞ্জয়কে , কথা বলার সুযোগ দিয়েছেন, তাহলে তখন কেন সে মুখ খুলল না? পাশাপাশি এই প্রতিবেদনেই দেখুন, কোন কোন তথ্য়প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায় দোষী সাব্য়স্ত হয়েছে।
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত...
আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে


















