RG Kar Protest: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা।
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেনরা।
আগামীকাল দুপুর তিনটের সময় স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। ওই মিছিলে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না, হুঙ্কার জুনিয়র ডাক্তারদের। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের। কাল মিছিলের পর নিজের কলেজে ফিরে যাব, জানালেন জুনিয়র ডাক্তাররা। যতদিন প্রকৃত দোষীরা না ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আংশিকভাবে কাজে ফিরব, কাল থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করব, জানালেন জুনিয়র ডাক্তাররা। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে নজর থাকবে, রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয়, নজর থাকবে, ততদিন আংশিক কর্মবিরতি চলবে, জানালেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে কী বলছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো?
![WB News: আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি ! বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বধূকে শ্লীলতাহানির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/76019d836bf295ce13b38c6bda16048f1737739215937535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kultoli News: কুলতলিতে নাবালিকার মর্মান্তিক ঘটনায় ফাঁসির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/f153a3327a75c6cdb732e605cd451dd91737738452734535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![CPAP: জন্মের কয়েক মাসেই CPAP সঙ্গী শিশুকন্যার, সহয়তার হাত বাড়িয়ে দিল ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/8d38d6af3a142764c9cd919225eac85b1737721273365535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: এত উুঁচু বাড়ি হচ্ছে এতে প্রোমটারতো যুক্তই, সঙ্গে পুরসভার লোকও যুক্ত: শোভনদেব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/905b4caa8d5a6a057a5cea48593a94d01737735932240535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Book Release: সল্টলেকের এইচ পি ঘোষ হাসপাতালে প্রকাশ পেল নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের নতুন বই | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/24/2d5a138f5638c0ec6b373bd401044d751737682776916894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)