RG Kar Doctor Transfer: 'মেধার জায়গাকে কেন আপোষ করা হবে?' প্রশ্ন চিকিৎসক অনিকেত মাহাতোর
ABP Ananda Live: পোস্টিং বিতর্কে ফের স্বাস্থ্য সচিবের দ্বারস্থ ৩ চিকিৎসক। স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ জানাতে চলেছেন তিন চিকিৎসক। অভিযোগ জানাবেন RG কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া। দুপুরে স্বাস্থ্য ভবনে যাবেন ৩ চিকিৎসক। অভিযোগ, কাউন্সেলিংয়ে পোস্টিং এক হাসপাতালে, মেধাতালিকায় বদলে যায় হাসপাতাল।
বাগডোগরা সেনা ক্যম্পের কাছে সন্দেহজনক ঘোরাঘুরি, ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক
বাগডোগরা সেনা ক্যম্পের কাছে সন্দেহজনক ঘোরাঘুরি। ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। সেনার হাতে পাকড়াও, পরে পুলিশের হাতে তুলে দেয় সেনা । ধৃত আজিজুল ইসলাম বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার বাংলাদেশি টাকা। কেন সেনা ছাউনির কাছে ঘোরাঘুরি? জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ। ৯ মে-তেও এক বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।

















