RG Kar News : আর জি কর ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব । রিপোর্ট তলব করল শিয়ালদা আদালত । নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনের ভিত্তিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে । সোমবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে CBI-কে । নিহত চিকিৎসকের পরিবার সম্প্রতি শিয়ালদা আদালতে পিটিশন জমা দে য় অভিযোগ, ধর্ষণ-খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারকে অন্ধকারে রেখেছে CBI
Howrah News: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC
হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার IC। গতকাল রাত ১২টা নাগাদ মধ্য হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলি চলে। গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। ওই পুলিশ অফিসার হুগলি জেলায় কর্মরত। পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন জয়ন্ত। সঙ্গে একজন মহিলা ছিলেন। পুলিশ সূত্রে খবর, গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় শিবপুর ও ব্যাঁটরা থানায়। ওই পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি লাগে। তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গিনীর কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।



















