RG Kar News News : সঞ্জয়ের সর্বোচ্চ সাজায় 'না' অভয়ার পরিবারের । 'যারা যুক্ত সবাই সামনে আসুক'
ABP Ananda LIVE : সঞ্জয়ের সর্বোচ্চ সাজায় 'না' অভয়ার পরিবারের । ''যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক, এবং সবার শাস্তি হোক।' আরজি কর কাণ্ডে মন্তব্য নির্যাতিতার পরিবারের। কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ।
কলকাতা হাইকোর্টে আর.জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ।
রাজ্যের তরফ থেকে ১৯৭৬,২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশনামা দেখিয়ে সওয়াল। নির্দেশনামা দেখিয়ে সওয়াল করা হয় যে তারাও, অর্থাৎ রাজ্যও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। ' দুটি মামলার বিষয়বস্তু তো একই। দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে', সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব, রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের।'এরপর প্যারোল বা শাস্তির মেয়াদ কমানোর বিষয়ে বিবেচনা রাজ্যকেই করতে হবে'। ফলে এই মামলা করার অধিকার রাজ্যের আছে, সওয়াল রাজ্যের।


















