RG Kar News: 'সঞ্জয়কে কবে থেকে চিনতেন?' প্রশ্ন শুনেই ছুট ASI-র। ABP Ananda Live
আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর, ধৃত সিভিক ভলান্টিয়ারের ঘনিষ্ঠ ASI-কে জিজ্ঞাসাবাদ করল CBI. তাঁর ঢোকার সময়, নাটকীয় পরিস্থিতি তৈরি হল CGO চত্বরে। অন্যদিকে ফের আর জি কর মেডিক্যাল কলেজে গেল CBI টিম। যদিও নিরাপত্তার কারণে এদিন আদালতে তোলা হল না ধৃত সঞ্জয় রায়কে।
ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে লাগাতার জেরা। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদ। সঞ্জয় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর অনুপ দত্তকে দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ। তদন্ত চালাচ্ছে সিবিআই। আর সবার মনে এখন একটাই প্রশ্ন, কী উঠে আসছে তদন্তে? এরই মধ্যেই মঙ্গলবার CGO- কমপ্লেক্সে তৈরি হল এক নাটকীয় পরিস্থিতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে, কার্যত ছুটে পালালেন কলকাতা পুলিশের অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর অনুপ দত্ত। কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন - ওয়েলফেয়ার কমিটির ছাতার নীচে ছিল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যে কারণে তার আর জি কর মেডিক্যাল কলেজেও অবাধ বিচরণ ছিল।