RG Kar News: 'আমরা ধৈর্য্য হারাচ্ছি', মেয়ের নৃশংস খুনের ১৪দিন পার, বিচারের দাবিতে আন্দোলনে যোগ দেবে পরিবার?
মেয়ের নৃশংস খুনের ১৪দিন পার। বিচারের দাবিতে এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিতে চায় নির্যাতিতার পরিবার। এক মেয়েকে হারিয়ে পাশে পেয়েছেন হাজার হাজার ছেলে-মেয়েকে। এবার তাঁদের আন্দোলনে যোগ দিতে চান আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা। অসন্তোষ প্রকাশ করলেন সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে। কত দূর এগোল তদন্ত? জানতে সরাসরি সিবিআই দফতরে হাজির হলেন আর জি করের আন্দেোলনকারী চিকিৎসকরা।
RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসক খুনে রাজ্য সরকারকে তুলোধোনা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, বিকেল ৩টের মধ্যে আবেদন করে সন্দীপ ঘোষকে বলুন লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা নির্দেশ দেব। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কেন তাঁর বয়ান রেকর্ড করা হয়নি? কেন তাঁকে রক্ষা করার চেষ্টা করছেন? কিছু একটা মিসিং লিঙ্ক আছে। পদত্যাগের চারঘণ্টার মধ্যে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হল। আপনারা তাঁকে এভাবে পুরস্কৃত করতে পারেন না, সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী? প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না। তাঁদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মৃতের পরিবারকে ৩ ঘণ্টা বসিয়ে রেখে আত্মহত্যার কথা বলা হলে বুঝতে হবে প্রশাসন সঙ্গে নেই। মন্তব্য প্রধান বিচারপতির। এদিন হাইকোর্টে CBI তদন্তের দাবি জানায় নিহত চিকিৎসকের পরিবার।