(Source: ECI/ABP News/ABP Majha)
RG kar News: উত্তাল আরজি কর হাসপাতাল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব জরুরি বিভাগেও
ABP Anada Live: আরজিকর মেডিক্যাল হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব জরুরি বিভাগেও পড়ার আশঙ্কা । কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজেও জরুরি বিভাগের পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা । স্বাস্থ্য ভবনের তরফে পরিস্থিতি নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে ।
আরও খবর, আজ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে, চারতলার সেমিনার হলে যাবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তিন সদস্যের দল। তারপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা। সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের পর সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার হয় জুতো। তাতে রক্ত লেগে ছিল। সেই জুতো জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ভয়ঙ্করকাণ্ড ঘটানোর পর প্রমাণ লোপাট করতে জামা ও বারমুডা ধুয়ে ফেলে সঞ্জয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলান্টিয়ার? আগে থেকেই তাঁকে টার্গেট করেছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কী করে জরুরি বিভাগের চারতলায় পৌঁছে গেছিল সে? চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল?