RG Kar News: নিরাপত্তারক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত কাশীপুরের সাবার্বান হাসপাতালের ডাক্তার-নার্সরা
ABP Ananda Live: এবার খোদ নিরাপত্তারক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত কাশীপুরের সাবার্বান হাসপাতালের ডাক্তার-নার্সরা। মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ। দুই অতিরিক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। 'আগেও একাধিক বার এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ ওঠে'। যদিও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ হাসপাতালের সুপারের। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের নির্দেশ লালবাজারের। গতকাল রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকেও শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। যে বাইকে বিস্ফোরণ হয়েছিল সেই বাইকের আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী এলাকায় অবৈধ খননকাজের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট এর মতো ভয়ঙ্কর বিস্ফোরক। কিন্তু আদপেই কী বাইকে ছিল ডিনামাইটের মতো বিস্ফোরক? কী উদ্যেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিস্ফোরক তদন্তে নেমেছে পুলিশ।