RG Kar News: অপরাধের জায়গা আগের মত নেই, সুপ্রিম কোর্টে জানাল CBI | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না' । আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতির । কাজে যোগ দিন, আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের । প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে, জানাল সর্বোচ্চ আদালত । 'আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে'শুনানিতে অভিযোগ চিকিৎসকদের আইনজীবীর । নাম দিন, CISF-কে বলে ব্যবস্থা নেব, জানালেন সলিসিটর জেনারেল । চিকিৎসকদের ৩৬ ঘণ্টা টানা ডিউটি নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধান বিচারপতির । সরকারি হাসপাতালের অসংখ্য সমস্যা নিয়ে তাঁদের কাছে রিপোর্ট এসেছে, জানাল সুপ্রিম কোর্ট । হাসপাতালের কর্মীদের মধ্যেও অনেকে ভীত, জানালেন, চিকিৎসকদের আইনজীবী । টানা ৩৬ ঘণ্টা কেন ডিউটি করতে হয়েছিল নির্যাতিতাকে? প্রশ্ন শুনানিতে । নির্যাতিতার টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি । 'একবার আমার আত্মীয় সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, মেঝেতে শুয়েছিলাম । শুনানি চলাকালীন মন্তব্য প্রধান বিচারপতির ।