RG Kar Live: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। ABP Ananda Live
RG Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল। বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।'নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি'। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। শেষরাতে ফের বেনজির জনজোয়ার। ৪২ কিমি পথ পেরিয়ে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে মশাল তুলে দেওয়া হল নির্যাতিতার পরিবারের হাতে। 'এই লড়াইয়ে আমরা থাকব। দাবানলের মতো মশাল ছড়িয়ে পড়ুক'। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের মধ্যরাতে প্রতিবাদ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল।