RG Kar Live: 'নির্যাতিতা তরুণীর বাবার উদ্বেগ যথাযথ', মন্তব্য শীর্ষ আদালতের। ABP Ananda Live
RG Kar News Update: আর জি কর মামলায় আজ সুপ্রিম কোর্টে স্টেস্টাস রিপোর্ট পেশ করল সিবিআই। 'সত্য উদ্ঘাটনের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন', মন্তব্য প্রধান বিচাপতির। 'সিবিআই যে রিপোর্ট পেশ করেছে তা দেখে আমরা বিচলিত, নির্যাতিতা তরুণীর বাবার উদ্বেগ যথাযথ', মন্তব্য শীর্ষ আদালতের।
আরও খবর, আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, জবাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। কপিল সিব্বল বলেন, সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে। অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে ভয় দেখানো হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, মহিলা-পুরুষ কোনও ব্যাপার নয়, আমরা বিষয়টি বিবেচনা করছি। চার্জশিট দেওয়ার পর কি ৬০ দিন পেরিয়ে গিয়েছে? প্রশ্ন বিচারপতির। 'গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই। আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি। যে সব দিকে নজর দিতে বলেছি, সিবিআই সবদিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা, সেটাও দেখছে সিবিআই।এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। সত্য উদঘাটনে সিবিআইয়ের সময় প্রয়োজন ', বললেন প্রধান বিচারপতি। ABP Ananda LIVE