RG Kar News: কোর্ট থেকে বেরোতেই সপাটে চড় সন্দীপ ঘোষকে
ABP Ananda Live: তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে আন্দোলন-তোলপাড়ের মধ্য়েই আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সন্ধেয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই।মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সন্দীপ ঘোষের দিকে ধেয়ে এল চোর স্লোগান। কোর্ট থেকে বেরোতেই সপাটে চড়!
আরও খবর, ফিয়ার্স লেনে 'ফিয়ারলেস' আন্দোলন জুনিয়র চিকিৎসকদের। উর্দি বনাম স্টেথোর স্নায়ুর লড়াইয়ে প্রতীকী শিরদাঁড়ার সামনে অবশেষে বাইশ ঘণ্টা পর নতিস্বীকার করল লালবাজার। আন্দোলনকারীদের দাবি মেনে সরল লৌহকপাট। নয় ফুঁট উঁচু গার্ডরেল ও শিকল খুলতে বাধ্য হল পুলিশ। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে, তাঁর কাছে তাঁরই পদত্য়াগ দাবি করলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও, জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।