RG Kar News: 'বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে', হুমকি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের
ABP Ananda Live: আর জি কর কাণ্ডে প্রতিবাদের স্বর যখন রোজই জোরাল হচ্ছে, তখন তৃণমূলের তরফে হুমকিও বাড়ছে। এবার সরাসরি হুমকি দিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বললেন, "বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি।" এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বললেন, "ওরা যদি একবার দংশন করে, পাল্টা পাঁচটা দংশন করতে হবে।"
আরও খবর, আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?