RG Kar: সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ! শুরু রাজনৈতিক তরজা
ABP Ananda LIVE : 'রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল', বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের বাবার। 'শনিবার থেকে আজ পর্যন্ত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে অভয়ার মায়ের। চিকিৎসা শুরু হলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি', বর্তমানে স্ত্রীর অবস্থা স্থিতিশীল, জানান নিহত চিকিৎসকের বাবা। 'হাসপাতাল থেকে ছাড়ার পরে স্ত্রীকে নিয়ে বাড়ি যাব'।
Delhi News: নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ। গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী-সহ ৬ জনকে !


















