RG Kar Protest: আলো নিভিয়ে প্রতিবাদে সামিল কলকাতা..চিকিৎসকদের অনুরোধ রাখল তিলোত্তমা
আলো নিভিয়ে প্রতিবাদে সামিল কলকাতা..চিকিৎসকদের অনুরোধ রাখল তিলোত্তমা। কলকাতার নানা কোণা, সল্টলেক, বারাসত, ওন্দা, ক্যানিং থেকে শুরু করে রাজ্যের নানা কোণায় প্রতিবাদে সামিল সাধারণ মানুষ। আলো নিভিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে মুখর সকলেই।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক।ক্ষমা চাওয়ার পরও সমালোচনায় সরব হলেন দলেরই সাংসদ দেব।
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্শণ-খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ। কেপিসি মেডিক্যাল থেকে মিছিল করলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। হাজির ছিলেন স্বস্তিকা-সুদীপ্তা-শ্রীলেখারাও। পথে নামলেন আইনজীবীরা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখালেন প্রবাসী বাঙালিরা।