Metro Services: কমছে মেট্রোর সংখ্যা! বিশ্বকর্মা পুজোর দিন পরিষেবায় বদল!
Vishwakarma Puja Metro Numbers: বিশ্বকর্মা পুজোর দিন মেট্রো পথে ২৬টি পরিষেবা কম পাবেন যাত্রীরা।
কলকাতা: মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সেদিন রাজ্যে ছুটি থাকে স্কুল-কলেজ-সরকারি অফিস। সে দিন মেট্রোতেও যাত্রী সংখ্যাও কম থাকে। মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই দিনে ২৮৮টির পরিবর্তে সারাদিনে ২৬২টি মেট্রো চলবে।
মেট্রোর তরফে জানান হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে পরিষেবার সংখ্যাও থাকবে কম। কাজের দিনগুলিতে নর্থ-সাউথ মেট্রো করিডরে সব মিলিয়ে ২৮৮টি পরিষেবা চলাচল করে। মঙ্গলবার তা কমে হবে ২৬২। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন মেট্রো পথে ২৬টি পরিষেবা কম পাবেন যাত্রীরা।
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । এই সময়টি অপরিবর্তিত থাকছে ওই দিনে ।
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। সময় অপরিবর্তিত থাকছে। দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। একইভাবে দুই প্রান্ত থেকে স্পেশাল নাইট সার্ভিস রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
এই মুহূর্তে শহরের আরও চারটি মেট্রো রুট চালু রয়েছে। সেগুলি হল, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ, জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়ের কোনও পরিবর্তন বা পরিষেবার কোনও পরিবর্তন থাকছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে