Kolkata: বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে পুলিশের নোটিস,ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন ২ চিকিৎসক
ABP Ananda LIVE : ৮ অগাস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে, চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে নোটিস দিয়েছিল ঠাকুরপুকুর থানা।একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল ২ চিকিৎসকের বিরুদ্ধে। ২ চিকিৎসক ও তাঁদের ২ গাড়িচালককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। শেষ অবধি পাওয়া খবরে, ঠাকুরপুকুর থানায় পৌঁছলেন চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। পুলিশি তলবের প্রতিবাদে ঠাকুরপুকুরে বিক্ষোভ শুরু অভয়া মঞ্চের।
'আমরা এই পুলিশের আচরণকে ধিক্কার জানাচ্ছি'
ঠাকুরপুকুর থানার সামনে দাঁড়িয়ে, পুলিশি তলবের ইস্যুতে এক প্রতিবাদী বলেন, এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। কলকাতা পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারে না। কথাটা আমার নয়, মহামান্য হাইকোর্টের। তাঁরা বাংলার মেয়েদের সুরক্ষা দিতে পারে না। যারা প্রতিবাদ আন্দোলন করে, তাঁদেরকে দিনের পর দিন হেনস্থা হতে করা হয়। এক বছর আগে দুর্গামন্ডপে যে সকল প্রতিবাদী , We demand justice বলেছিল, তাঁদেরকে এই কলকাতা পুলিশ বিভিন্ন থানায় তুলে নিয়ে গিয়ে সারা রাত রেখে দিয়েছিল।...আমরা এই পুলিশের আচরণকে ধিক্কার জানাচ্ছি।'


















