RG Kar Protest: সিঁথিতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রতিবাদে সামিল সাধারণ নাগরিকরা। ABP Ananda Live
আর জি কর থেকে সিঁথিতে প্রতিবাদ সভায় গেলেন নিহত চিকিৎসকের বাবা-মা। সিঁথিতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রতিবাদে সামিল সাধারণ নাগরিকরা। আর জি করের বিচার চেয়ে রাত দখলেও ঢুকে পড়ল মত্ত যুবক। সিঁথিতে অভিযুক্ত আটক।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আর জি কর-মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।
রবিবারের পর বুধবার। এবার গড়িয়ায় রাত দখলের কর্মসূচিতে কটূক্তির অভিযোগ। ধরে মার। পুলিশকে ঘিরে বিক্ষোভ। শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি।