![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar News: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম-প্রশ্ন রাজ্যকে। ABP Ananda Live
RG Kar News: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। 'অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার', কী করে তার নিয়োগ হল প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হয়েছে যেটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, জানালেন মামলাকারীর আইনজীবী। অভিুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও আছে, জানালেন মামলাকারীর আইনজীবী। এই প্রসঙ্গে কী বলছেন এবিপি আনন্দের প্রতিনিধি?
আরও খবর, সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির । 'আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার'। কী করে তার নিয়োগ হল? প্রশ্ন প্রধান বিচারপতির । রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হয়েছে যেটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, জানালেন মামলাকারীর আইনজীবী। অভিযুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও আছে , জানালেন মামলাকারীর আইনজীবী। 'রাজ্যকে ৪টি বিষয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে হলফনামা দিতে হবে , প্রথমত সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনি অধিকার কার?' 'দ্বিতীয়ত সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা'। 'তৃতীয়ত কোন কোন প্রতিষ্ঠানে তাদের কাজে লাগানো হয়'। চতুর্থত, তাদের দৈনিক নাকি মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয় এবং সেই বেতনের বাজেট কোথা থেকে আসে, জানালেন প্রধান বিচারপতি। হাসপাতাল, পুলিশ স্টেশন এবং অপরাধের তদন্তের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে না বলেও হলফনামায় স্পষ্টভাবে উল্লেখের নির্দেশ।
![Kunal Ghosh: ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন: কুণাল | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/7a345e573f072a3b17d0f0379a9816631732258358681968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Tab Scam: ট্যাবের টাকা নিয়ে রাজ্যজুড়ে জালিয়াতির জাল, ১১৯০টি অ্যাকাউন্ট ফ্রিজ করল রাজ্য সরকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/fb420e8f68a3117dc2048169bbafdd0e1732257825760535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Sajal Ghosh: 'এগুলো সবটাই ভোটার আগে মানুষের চোখে ধুলো দেওয়া', কোন প্রসঙ্গে মন্তব্য সজল ঘোষের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/7626073229c12237443cf90aa3ef9c381732256389612535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal News: পুলিশের নিচুতলাকে পুলিশমন্ত্রীর কড়া বার্তার পরই সাসপেন্ড বারাবনি থানার OC](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/51182f8c713832115618cacd516acf211732253248458968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Weather Report: শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত, দক্ষিণ-পশ্চিম বঙ্গেপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/22/4ba43afb01b9fe13b183daf77e84c9bd1732251040697968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)