Road Accident: কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
ABP Ananda LIVE: সাতসকালে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে রয়েছেন বাস ও ট্রাকের চালকও। সকাল ৭টা নাগাদ কাকদ্বীপের কামারহাটে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ১১ জন আহত হন। ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
পুরুলিয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার, অবরোধকারীদের উপর লাঠিচার্জ পুলিশের
পুরুলিয়ার আড়ষায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে স্থানীয়দের ডাকা বন্ধ ঘিরে ধুন্ধুমার। জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। শেষে অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে ১৬ জুলাই আড়ষা থানায় ডেকে মারধর করা হয় বিষ্ণু কুমার নামে ওই ব্যক্তিকে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ জুলাই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, থানায় ডেকে মারধরের কারণেই এই মৃত্যু। ময়নতদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশ দাবি করে, ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্রের রোগের কারণে মৃত্যু। মৃতের শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন নেই। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে আজ আড়ষা বন্ধের ডাক দেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে তুলকালাম বাধে।


















