TMC News : TMC-র সভায় না যাওয়ায় সল্টলেকের ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার নির্দেশ কাউন্সিলরের লোকজনের
ABP Ananda LIVE : তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কাউন্সিলরের লোকজন। এমনই অভিযোগ করলেন সল্টলেকের বৈশাখী বাজারের ব্যবসায়ীদের একাংশ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। অধিকাংশ দোকান বন্ধ থাকায় হয়রানির শিকার স্থানীয় বাসিন্দারা।
আরও খবর...
প্রধানমন্ত্রী আসছেন, মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী
মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২২ তারিখে প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন। সেদিন দমদমে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এই অনুষ্ঠানে নিয়ম মেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত, যে রাজ্যে রেলের অনুষ্ঠান হয়, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথা। সেই রীতি মেনেই মুখ্যমন্ত্রীক আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। যদিও এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না বলে খবর নবান্ন সূত্রে। কারণ হিসাবে উঠে আসছে, তিনি এই অনুষ্ঠানকে উপেক্ষা করতে চাইছেন। এমন একটা পরিস্থিতিতে এই অনুষ্ঠান করা হচ্ছে যখন বাঙালি শ্রমিকরা বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন। বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে মনে করা হচ্ছে, এর প্রতিবাদ-স্বরূপ তিনি যাচ্ছেন না। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও রয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদেই তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে।


















