Sandeshkhali: এবার জব কার্ড দুর্নীতির অভিযোগে সন্দেশখালিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা | ABP Ananda LIVE
এবার জব কার্ড দুর্নীতির অভিযোগে সন্দেশখালিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এর পাশাপাশি, সিবিআইকে মেল করেও অভিযোগ জানালেন সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের নিত্যবেড়িয়ার বাসিন্দারা। এই গ্রাম পঞ্চায়েতের ১৩০ নম্বর বুথের সুপারভাইজারের বিরুদ্ধে ১০০ দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ করছেন স্থানীয়রা।
১৬ দিনের কাজের, প্রায় ৫০০ শ্রমিকের প্রাপ্য ৪ লক্ষ টাকা তাঁর পকেটেই গেছে বলে দাবি বাসিন্দাদের। এর প্রতিবাদে সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনার পর থেকেই পলাতক সুপারভাইজার। তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।


















