Sandeskhali :সন্দেশখালি ঢুকতে বাধা ,বসিরহাট থানায় ডেপুটেশন মীনাক্ষী মুখার্জিদের।ABP Ananda Live
Sandeskhali Incident:আজ সন্দেশখালিতে(Sandeskhali) বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে গেছিলেন সিপিএমের(CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি(Minakshi Mukherjee)। কিন্তু তারা পদে পদে পুলিশি বাধার মুখে পড়েন। ওদিকে তৃণমূলের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক আজ সন্দেশখালিতে বাসিন্দাদের অভিযোগ শুনতে গেছিলেন। তারা গ্রামে ঘুরে বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন। ওদিকে ১৪৪ ধারার(Section 144) অভিযোগ দেখিয়ে মীনাক্ষী মুখার্জিদের সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে তাঁদের তুমুল বচসার পর তাঁরা সন্দেশখালি ছেড়ে বসিরহাট থানায়(Basirhat Police Station) ডেপুটেশন(Deputation) জমা দেন।ABP Ananda Live


















