Sajal Ghosh: সজলের পুজো বন্ধে নোটিস পুলিশের! সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'
ABP Ananda Live: সজলের পুজো বন্ধে নোটিস পুলিশের! সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ নোটিস অভিযোগ সজল ঘোষের। 'স্টল বসানোয় নিষেধাজ্ঞা, কতজন ভলান্টিয়ার রাখতে হবে'। 'কলকাতা পুলিশ বৈষম্যমূলক আচরণ করছে', অভিযোগ বিজেপি নেতার। 'গত ২ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার'। গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিস, পাল্টা দাবি পুলিশের।
বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা
বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুপুরের পর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের বর্তমান অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।


















