Saraswati Puja: পুলিশ দিয়ে পুজো, পুলিশ পাহারাতেই বিসর্জন!
ABP Ananda Live: পুলিশ দিয়ে পুজো, পুলিশ পাহারাতেই বিসর্জন! স্কুলে বাণী বন্দনা, বাইরে লাঠিধারী পুলিশ-র্যাফ! পুজো শেষে হরিণঘাটার পুলিশি পাহারাতেই বিসর্জন। আবাহন থেকে বিসর্জন, পুলিশি প্রহরায় স্কুলে বাণী-বন্দনা।
RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই
ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।



















